ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ বলেছেন, শান্তি প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে হুথি আনসারুল্লাহ আন্দোলন সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “যদি শান্তি প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে আমাদের সামনে নানামুখী পথ খোলা থাকবে এবং আমাদের সুবিধামতো আমরা সবই করতে পারব। বর্তমান মুহূর্তে আমরা এতটাই শক্তিশালী যে, আমরা পুরো দৃশ্যপট পাল্টে দিতে পারি তবে আমরা ইয়েমেনের জনগণের দিকে তাকিয়ে এমন কিছু করবো না।”
সম্প্রতি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা প্রসঙ্গে হিশাম শরাফ আবদুল্লাহ বলেন, এটি সম্পূর্ণ অন্যায় পদক্ষেপ এবং এই কাজ করার অধিকার তাদের নেই। কারণ আমেরিকা কোনো আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান নয় যে, তারা বিশ্বের বিভিন্ন দেশকে বা সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দেবে কিংবা কালো তালিকাভুক্ত করবে।
তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে বিষয়টি পরিষ্কার হবে।”
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেয়ার আহ্বান জানিয়ে বলেন, জো বাইডেন যদি ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ করতে পারেন তাহলে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন যে পুরস্কার পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন চেষ্টা করেছেন। সূত্র : পার্সটুডে