ইরানের পতন ঘটানোর হুমকিদাতারা লাঞ্ছিত ও অপমানিত হয়েছে: ড. রুহানি

আগের সংবাদ

ট্রাম্প প্রশাসন ছিল শান্তি বিরোধী, নীতি বদলান: বাইডেনকে ইমরান খান

পরের সংবাদ

ট্রাম্প প্রশাসনের বিদায়ের শেষ মুহূর্তে জঙ্গিবিমান এবং ড্রোন বিক্রির চুক্তি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১ , ৯:১৩ অপরাহ্ণ

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের শেষ মুহূর্তে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান এবং উন্নতমানের ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জো বাইডেন ক্ষমতাগ্রহণের অল্প কিছু আগে সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনের সাথে এ চুক্তি করে। বলা হচ্ছে- এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে ৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান এবং সামরিক কাজে ব্যবহারযোগ্য ১৮টি ড্রোন পাবে।

কয়েকমাস আলোচনার পর গতকাল শেষ মুহূর্তে এই চুক্তি সই হয়। ২,৩০০ কোটি ডলারের এ চুক্তিতে এফ-৩৫ জঙ্গিবিমানই হচ্ছে প্রধান পণ্য।

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই বলেছিলেন, তিনি সম্ভাব্য চুক্তি পর্যালোচনা করে দেখবেন। সেক্ষেত্রে এ চুক্তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে জো বাইডেন আরব মিত্রদের কতটা ঘাটাবেন তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সূত্র : পার্সটুডে