প্রয়োজনে মার্কিন পারমাণবিক সাবমেরিন শিকার করা হবে: ইরানের ডেপুটি স্পিকার

আগের সংবাদ

আবার ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরীয় বাহিনী

পরের সংবাদ

করোনাভাইরাসের নতুন প্রজাতি: ব্রিটেনে বিমানের ফ্লাইট বাতিল করবে চীন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০ , ১০:৫৫ পূর্বাহ্ণ

ব্রিটেনের সঙ্গে সরাসরি সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করবে চীন। ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান এবং তার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চীন এ পরিকল্পনা নিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (বৃহস্পতিবার) এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন অনেক কিছু চিন্তাভাবনা করে অন্যান্য দেশের মতো চীনও ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আজ বেইজিংয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন।

ওয়েনবিন বলেন, সংশ্লিষ্ট ঘটনাবলীর সাথে ঘনিষ্ঠ সবকিছুকে চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং পরিস্থিতির উপর ভিত্তি করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্প্রতি ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়ার পর বিশ্বের বহু দেশ ব্রিটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং বিমানের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : পার্সটুডে