বিদায় নেয়ার আগে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

আগের সংবাদ

হোয়াইট হাউজ ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানা: মেরি ট্রাম্প

পরের সংবাদ

জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখে দিল ফিলিস্তিনি মুসলমানেরা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০ , ৪:১৫ অপরাহ্ণ

জাবাল জেইতুন এলাকার পাশে অবস্থিত আল জাসমানিয়া গির্জায় আগুন দিতে গিয়েছিল এক ইহুদিবাদী উপশহরবাসী।

এই ইহুদিবাদী যখন গির্জার ভেতরে ঢুকে সেখানকার আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছিল তখনই মুসলমানেরা তা টের পেয়ে সেখানে উপস্থিত হয়।

তারা গির্জায় গিয়ে তাকে ধরে ফেলে। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়।

এ ঘটনার পর দখলদার ইসরাইলি সেনারা গির্জায় প্রবেশ করে এবং অপরাধী ইহুদিবাদীকে মুক্ত করে তাদের সঙ্গে নিয়ে যায়।

আল শাহাব বার্তা সংস্থা এসব তথ্য জানিয়েছে।

এর আগেও ইসরাইলের দখলদার ইহুদিবাদী মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থানে বহুবার আগুন দিয়েছে এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়েছে। সূত্র : পার্সটুডে

ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত

বিষয়: