ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে বাহরাইন। এর আগে পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান একইভাবে ইরানের বিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে। বাহরাইন কিছুটা দেরিতে হলেও নিন্দা জানানোর দেশের তালিকায় নাম লেখালো।
গতকাল (সোমবার) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি সব পক্ষকে আঞ্চলিক উত্তেজনা কমানো, সংঘাতের বিস্তার রোধ এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহআন জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান বাস্তবতায় বাহরাইন সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির পরিবেশ এড়িয়ে চলার উদাত্ত আহ্বান জানাচ্ছে।
এদিকে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা জানতে পেরেছি যে, মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়েছে। আমরা নিবিড়ভাবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং এর পরিণতি লক্ষ্য করছি।” ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্যারিস সব পক্ষকে নতুন করে সংঘাত এবং উত্তেজনা এড়ানোর জন্য সর্বোচ্চ ধৈর্যধারণের আহ্বান জানাচ্ছে। সূত্র : পার্সটুডে