চীনা প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফরে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আগের সংবাদ

বিজয়ের মাস শুরু

পরের সংবাদ

জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০ , ১১:৩৮ পূর্বাহ্ণ

পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ও জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলে জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহাল করতে হবে। নাহলে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। এইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। কারণ জিয়াউর রহমান মানুষের হৃদয়ে রয়েছে।

বিক্ষোভকারীরা জানায়, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। কিছুদিন আগে স্কুলটির নাম বদলে করা হয় ‘মোগলটুলী উচ্চ বিদ্যালয়’।

এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৯ নভেম্বর সকাল থেকে বংশাল চৌরাস্তায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। ওই দিন দুপুর ১২টার দিকে সেখানে হাজির হন হাবিব-উন-নবী খান সোহেল ও ইশরাক হোসেন। পরে তাঁরা বিক্ষোভমিছিল নিয়ে মালিটোলা হয়ে স্কুলটির সামনে যান।

স্কুলের নাম পরিবর্তন করায় এর প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত