কুমিল্লার লাকসাম উপজেলায় রাতের আঁধারে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমরান হোসেন (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান হোসেন উপজেলার পূর্ব আউশপাড়া গ্রামে ব্রিটিশবাড়ীর মৃত রেছু মিয়ার ছেলে। তিনি উপজেলা সদরের অটোরিকশাচালক ছিলেন।
নিহতের স্ত্রী মাহবুবা জানান, এমরান হোসেন সারাদিন বাজারে রিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। পরে রাতের খাবার খেয়ে একটি টেঁটা নিয়ে বাড়ির পাশের সালেপুর গ্রামে পানি জমে থাকা একটি জমিতে মাছ শিকার করতে যান। এ সময় রেললাইনের পাশে সালেপুর গ্রামের ওহিদ উল্লাহর একটি কৃষিজমিতে গেলেই বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।