প্রতি ১০ জনে ‘হয়তো’ একজন করোনায় আক্রান্ত

আগের সংবাদ

চীনের ডানা বাঁধতে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার মন্ত্রীরা টোকিওতে

পরের সংবাদ

হোয়াইট হাউজে ফিরে গেলেন ট্রাম্প

শেখ দৌলত আহমাদ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০ , ১২:২৮ অপরাহ্ণ

মারন ব্যাধি কোভিডে আক্রান্ত হয়ে শুক্রবার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ৩ দিন হাসপাতালে থাকার পর অবশেষে সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর হেলিকপ্টার মেরিন-ওয়ানে করে অদূরে হোয়াইট হাউজে ফিরে গেছেন। হাসপাতাল থেকে বের হয়ে মুখে মাস্ক পরিধানরত অবস্থায় কিছুদূর হেঁটে গাড়ীতে ওঠেন তিনি। এসময় সাংবাদিকরা প্রশ্ন করলেও কোনও উত্তর দেননি ট্রাম্প।

এর আগে সোমবার দুপুরে ট্রাম্পের চিকিৎসক শন কনলি নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ট্রাম্পের শারীরিক অবস্থা ভালো অনুভব করছেন। যে কোনও সময় তাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। হোয়াইট হাউসে তাকে বাকি চিকিৎসা দেয়া হবে।

গত বৃহস্পতিবার রাতে ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর জানায় হোয়াইট হাউজ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পর দিন রাতে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সূত্র : ভোয়া