অধিকার প্রতিষ্ঠায় গ্রিসকে পরোয়া করছে না আঙ্কারা

আগের সংবাদ

ভিসা কার্ড থেকে ‘নগদ’ ওয়ালেটে টাকা আনলেই ৫০ টাকা বোনাস

পরের সংবাদ

মুনাফা বৃদ্ধির লক্ষ্যে জি.কিউ বলপেন নির্মাণ করছে শেফালী টাওয়ার

শেখ দৌলত আহমাদ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০ , ১০:৪২ অপরাহ্ণ

 

রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে নির্মিত হচ্ছে জি.কিউ বলপেনের ১৪ তলাবিশিষ্ট শেফালী টাওয়ার। এর মাধ্যমে বাৎসরিক মুনাফা প্রায় ২ কোটি টাকার ওপরে বৃদ্ধি পাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
টাওয়ারটিতে থাকছে দুটি বেজমেন্টসহ অন্যান্য সুবিধা। এ ছাড়াও কোম্পানির বাৎসরিক উৎপাদন ও বিক্রি বৃদ্ধি পেয়েছে বলেও কোম্পানি সূত্র জানিয়েছে।
এ ক্যাটাগরির কোম্পানি হিসেবে তালিকাভুক্তির পর থেকে তারা ভালো লভ্যাংশ দিয়ে আসছে। কোম্পানীর পেইড আপ ক্যাপিটাল রয়েছে ৮৯.২৮ কোটি টাকা। অথরাইজ ক্যাপিটাল ৫০০ কোটি এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ১১৭৫.০৮১ কোটি টাকা।
প্রতি শেয়ারে কোম্পানীর নীট অ্যাসেট ভেল্যু ১৪৮.২৩ টাকা। ২০১৮ সাল থেকে সেল ট্রেডার কোম্পানির অ্যাসেট ভেলু ঊর্ধ্বগতি থাকায় এ বছর আরো বাড়ার প্রত্যাশা করছে কোম্পানি।