একজন জামাল পৃথিবীতে এসেছিল-
সুখের কথা, দুঃখের কথা
প্রাণের কথা লিখেছিল।
ঐ আকাশের চাঁদের সাথে
মায়ের কোলে হেসেছিল।
দূর-দিগন্তে মাঠের প্রান্তে
কৈশোর মেলায় মেতেছিল।
খেলার সাথী, সহপাঠি
সবার সাথে হাঁটি হাঁটি
পাঠশালাতে গিয়েছিল।
বৈশাখী ঢলে জোয়ার জলে
অবগাহন করেছিল।
একজন জামাল পৃথিবীতে এসেছিল।
-জামাল উদ্দিন আহমাদ