পদ্মপরাগ

আগের সংবাদ

যুক্তরাষ্ট্রে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন

পরের সংবাদ

শ্রাবণের নদী

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: জুলাই ৫, ২০২০ , ১:১৫ অপরাহ্ণ

 

যদি শ্রাবণের নদী হতাম
তোমার চোখের জল বইতাম,
সাগর সান্ত্বনায় …
সকল ব্যথা সইতাম।

যদি রঙিন প্রজাপতি হতাম
তোমার মর্মবনে ফুল ফোটাতাম,
পুষ্পে পরাগের রেণু মেখে
মিঠে ফল ধরাতাম।

যদি মায়াবী চাঁদের জোছনা হতাম
তোমার নির্ঘুম রাতে সঙ্গ দিতাম,
মমতার আবেশে দুর্বাগালিচায়
স্বপনের ঘুম পাড়াতাম।

 

-জামাল উদ্দিন আহমাদ