গোপন অভিসার

আগের সংবাদ

শ্রাবণের নদী

পরের সংবাদ

পদ্মপরাগ

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: জুলাই ৫, ২০২০ , ১১:৫০ পূর্বাহ্ণ

 

পৃথিবী ঘুমিয়ে গেছে, নিশুতি রাত
সে আমায় বলেছিল হাতে রাখ হাত,
তার মতো বলবার আর কেহ নাই
একটি আদিম বৃত্তির কথা বলবে সবাই।

আমি তার প্রেম চাহি বলিনি তো কভু
সে আমার প্রাণ ছুঁয়ে বুঝেছিল তবু,
ভেজা ভেজা চোখ তার পদ্মপরাগ
গভীরে আছে যার চির অনুরাগ।

সে আমায় খুঁজেছিল, আমি খুঁজেছিনু যারে
সে আমার রাজ্যকে জিতে নিতে পারে।

 

-জামাল উদ্দিন আহমাদ