কর্কট চোখ

আগের সংবাদ

গোপন অভিসার

পরের সংবাদ

বদলাতে চাই

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: জুলাই ৩, ২০২০ , ১২:৪৫ পূর্বাহ্ণ

 

সরীসৃপ ও কর্কটরা খোলস বদলায়
কারও কারও গায়ের রঙ বদলায়-
আমরা অমন করে বদলাতে পারি না।

তবে সূর্যোদয়ের সাথে
আমরা প্রত্যহ বদলাই-
বসন-ভূষণ, আসবাব ও তৈজস,
আমাদের মনের বিচিত্র রঙ
ছড়িয়ে দিই অসীম গগনে,
নিজেকে হারাই অনিত্য কামনায়।

এই অদৃশ্য বাসনার জাল থেকে
আমরা বেরিয়ে আসতে চাই।

আমরা বদলাতে চাই জীবনচিত্র
আর বর্ণচোরা বহু বর্ণের চরিত্র।

 

-জামাল উদ্দিন আহমাদ