বাঁচুক চোখের জল

আগের সংবাদ

বদলাতে চাই

পরের সংবাদ

কর্কট চোখ

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: জুলাই ২, ২০২০ , ১:৫০ অপরাহ্ণ

 

আমরা চোখ তুলে দেখি
চোখের পাতা মেলে দেখি
দেখি পৃথিবীর রূপ।

অবশ্য কর্কট প্রাণীদের মতো চোখ
কোঠর থেকে উপরে তুলে
দেখতে পারি না আমরা।

তবে মানুষের ভেতর আরেকটি চোখ আছে-
যে চোখ অন্তহীন গগনে-পাতালে
মুহূর্তে ছুটে যেতে পারে।

সে চোখ দিয়ে আমরা দেখতে পারি
পূর্ণ অবয়াবে নিজেকেও,
যেমন দেখে উড়ন্ত পাখিরা
মানুষের হাঁটাচলা।

 

-জামাল উদ্দিন আহমাদ