আমরা চোখ তুলে দেখি
চোখের পাতা মেলে দেখি
দেখি পৃথিবীর রূপ।
অবশ্য কর্কট প্রাণীদের মতো চোখ
কোঠর থেকে উপরে তুলে
দেখতে পারি না আমরা।
তবে মানুষের ভেতর আরেকটি চোখ আছে-
যে চোখ অন্তহীন গগনে-পাতালে
মুহূর্তে ছুটে যেতে পারে।
সে চোখ দিয়ে আমরা দেখতে পারি
পূর্ণ অবয়াবে নিজেকেও,
যেমন দেখে উড়ন্ত পাখিরা
মানুষের হাঁটাচলা।
-জামাল উদ্দিন আহমাদ