নীল বিহঙ্গ

আগের সংবাদ

কর্কট চোখ

পরের সংবাদ

বাঁচুক চোখের জল

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: জুলাই ২, ২০২০ , ১:০২ অপরাহ্ণ

 

যখন তুমি কাঁদ
আমি হই অপরাধী
হারাই প্রাণবল,
আমার রক্ত ঝরুক
বাঁচুক তোমার চোখের জল।

যখন তুমি হাস
আমি ভুলে যাই ক্লান্তি-অবসাদ
অন্তঃপুরে ফোটাই ফুল ও ফল,
আমার রক্ত ঝরুক
বাঁচুক তোমার চোখের জল।

যখন তুমি কর অভিমান
দিনের আলো ঢাকা পড়ে মেঘে
থেমে যায় কোলাহল,
আমার রক্ত ঝরুক
বাঁচুক তোমার চোখের জল।

যখন তুমি কর অভিযোগ
আমি করি মর্মপীড়া ভোগ
হয়ে যাই অবিচল,
আমার রক্ত ঝরুক
বাঁচুক তোমার চোখের জল।

যখন তুমি হও প্রেমময়ী
আমি হই যুদ্ধজয়ী
বাহুতে আমার সমর বল,
আমার রক্ত ঝরুক
বাঁচুক তোমার চোখের জল।

 

-জামাল উদ্দিন আহমাদ