সাদা পায়রার পালকে
লাল-নীল রঙ মেখে
হারিয়ে যেতে দিতাম
নীল থেকে নীলিমায়।
হীরামন পাখি,
নীল বিহঙ্গ আমার!
তোমাকে বেঁধে রাখতাম
বুকের এ ভাঙা খাঁচায়,
মায়ার জাল জড়িয়ে দিতাম
দীর্ণ খাঁচার চারপাশে।
তুমি কেমনে আমায় ফাঁকি দেবে?
একদিন দেখি তুমি মরে গেছ!
অভিমানী পাখি আমার-
চলে কী গেছ অরণ্যে আবার?
নাকি আকাশের তারা হয়ে
মায়াভরে দেখছ আমায়!
-জামাল উদ্দিন আহমাদ