আপনহারা

আগের সংবাদ

ওয়ালটন বাজারে আনল নতুন স্মার্টফোন

পরের সংবাদ

নিসর্গের কান্না

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: মে ২৭, ২০২০ , ১২:৩২ পূর্বাহ্ণ

 

বেহালাকে কাঁদাই আমি, কাঁদি আমি তার সুরে
সে আমার বিজন সাথী, সকল ব্যথা কই তারে।

কলম নিয়ে কান্না আঁকি জলস্রোতের মতো
নদী যেমন কাঁদতে থাকে বয়ে অবিরত।

ঝড়ের তোড়ে যেমনি কাঁদে তৃণ-তরু-পাখি
তেমনি কাঁদে আমার ভেতর তোমার ঝড়ো আঁখি।

তোমায় যত কাঁদাই প্রিয়া, অধিক কাঁদি আমি
কেউ রাখে না আমার খবর, জানে অন্তর্যামী।

শ্রাবণ রাতের কান্না শুনে কাঁদাই আপন হিয়া
নিখিল নিসর্গে কাঁদে বিশ্ব মরমিয়া।

– জামাল উদ্দিন আহমাদ