যদিও সেদিন রিক্ত ছিলাম, মনটা ছিল ধনী
আমি রূপের পাগল ছিলাম, তুমি ছিলে খনি।
হাওয়ায় যখন উড়তো তোমার কৃষ্ণবরণ চুল
ওষ্ঠ-অধর জুড়ে তখন ফুটতো জবা ফুল।
মুক্তোঝরা মধুর হাসি হাসতে যখন তুমি
হিরণ্ময়ী রাজ্যজুড়ে জ্বলতো লাবনি।
তোমার চোখের নীলসাগরে কালো যুগল তারা
তারই পানে ব্যাকুল হয়ে আমি আপনহারা।
তুমি ছিলে রূপের রত্ন, হীরের চেয়ে দামী
তোমার মাঝে আজও খুঁজি সেই হারানো আমি।
– জামাল উদ্দিন আহমাদ