নীরব রোদনে

আগের সংবাদ

আপন কিবা পর

পরের সংবাদ

উষ্ণ পরশ

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: মে ২৫, ২০২০ , ১০:০৯ পূর্বাহ্ণ

 

অমৃতা! তোমাকে খুঁজে পাইনি
তবু দেখি- তুমি আছ।
বাতাসে তোমার গন্ধ পাই।
কত এ অধীর প্রতীক্ষা!
আর কত…?

আমার সাগরে প্রত্যহ তুমুল জোয়ার হয়।
সে প্লাবনী জলের তোড়
কোনো দিন পলি বইবে না-
তোমার অবগাহনী ঢেউ ছাড়া।

আমার স্বর্গীয় বাগানে অমৃতের বৃষ্টি হয়
তবু কোনো দিন ফুল ফুটবে না-
তোমার উষ্ণ পরশ ছাড়া।

 

– জামাল উদ্দিন আহমাদ