চোখের জল

আগের সংবাদ

উষ্ণ পরশ

পরের সংবাদ

নীরব রোদনে

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: মে ২৫, ২০২০ , ৯:৪৩ পূর্বাহ্ণ

 

বর্ষায় লাইটপোস্টের মতো
নীরব রোদনে ভিজছে তোমার মুখ
আমি সে মুখের হাসির জন্যে যুদ্ধ করি।

বৃষ্টিস্নাত শাপলার অনাবিল হাসির মাঝে
তোমার অশ্রুভেজা মুখ লুকিয়ে আছে
আমি সে মুখের খুশির জন্যে
নিয়তির কাছে প্রার্থনা করি।

 

– জামাল উদ্দিন আহমাদ