মুছে ফেল চোখের জল
আর কেঁদো না তুমি!
জীবনের সব দুঃখ-যাতনা
যদি নয়নের জল দিয়ে
মুছে ফেলা যেত
তবে আমিও কাঁদতাম।
সূর্যকে আড়াল করে দিয়ে
যেমনি কাঁদে শ্রাবণ
তেমনি কেঁদেছি আমি।
আমার সে নিভৃত কান্না
আমাকে তন্দ্রা দিয়েছে
দেয়নি কভু-
সুখ-সমৃদ্ধির নতুন আলো।
মুছে ফেল চোখের জল
আর কেঁদো না তুমি।
– জামাল উদ্দিন আহমাদ