প্রাণে-প্রাণে মিলন, নিবিড় উচ্ছ্বাসে-
যদি আশ্বাস দিতে পারতাম
তবে আমি তোমাকে ছুঁ’তাম।
লোকচক্ষুর অন্তরালে তোমার অটল বিশ্বাস-
যদি ঠুনকো মৃৎপাত্রের মতো ভাঙতে পারতাম
তবে আমি তোমাকে ছুঁ’তাম।
দিবামণির শুভ্র আলোয় রৌদ্রস্নাত ভালোবাসা-
যদি কালমেঘের পর্দা টেনে কলুষিত করতে পারতাম
তবে আমি তোমাকে ছুঁ’তাম।
তোমার-আমার মাঝে স্বচ্ছ কাঁচের দেয়াল-
যদি বার্লিন প্রাচীরের মতো উপড়ে ফেলতে পারতাম
তবে আমি তোমাকে ছুঁ’তাম।
– জামাল উদ্দিন আহমাদ