ঝরাফুল কাঁদে

আগের সংবাদ

গোপন অভিসার

পরের সংবাদ

পৃথিবীর খাদ

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২০ , ১০:২০ অপরাহ্ণ

 

অনিত্য সুন্দর আস্বাদনে
প্রবৃত্ত হই নিত্য আমি।

পরম সুন্দরে ফিরে যাবো-
অন্তরে পুষি এ অভিলাষ।

অমৃতসাগরে মিশে যেতে হলে
খাঁটি সুধা হওয়া চাই।

ক্ষণে ক্ষণে তাই ভাবি মনে-
আপন সত্তায় কতটা মিশে গেছে
পৃথিবীর খাদ।

 

– জামাল উদ্দিন আহমাদ