সেদিন ঘোড়ার দৌঁড় দেখতে যাইনি-
তোমাকে নিয়ে বেড়াবার সাধ ছিল
তাই গিয়েছিলাম,
জানি না তোমার কি ইচ্ছে ছিল।
পল্লীর সুশোভিত পথ-প্রান্তর পেরিয়ে
মেলার কোলাহল থেকে অনেকটা দূরে
তুমি ঘোমটা পড়ে দাঁড়ালে।
তোমার সেই সাদা ওড়নার অবগুণ্ঠন
আমাকে বিশালতায় ভরে দিয়েছিল।
ঘোড়ার দৌঁড় তখন দেখেছি আমরা।
সেদিন ক্ষণিকের পথচলায়
তোমার জ্ঞান-গভীর সংলাপ
আমার গভীর প্রশান্তকে উচ্ছ্বসিত করেছে।
মধ্য ফাগুনের সেই দিনমানে
আমি খুঁজে পেয়েছিলাম-
চব্বিশ বসন্তের এক শ্রেষ্ঠ বিকেল।
– জামাল উদ্দিন আহমাদ