আমার কলমের কালি নিসৃত হোক
হৃদয়ের ভাষা নিয়ে
না হয় সে কালি দেখতে চাই না-
মসৃণ কাগজের শুভ্র পাতায়।
আমার জীবনে তোমার আবির্ভাব
হয় যেন গোলাপের মহিমা নিয়ে
না হয় সে সঙ্গ আমি চাই না।
জননীর আশির্বাদ-ভালোবাসায়
যদি স্বর্গ খুঁজে না পাই
তাহলে দুঃখভরে ভাববো-
সে ছিল শুধুই গর্ভধারিণী।
বহমান নদীও যদি শুধু জলধারা হয়
তাহলে সে ভাটিয়ারী স্রোত যেন
ভেদ না করে ফল-ফসলের দিগন্ত মাঠ।
গ্রীষ্মের আকাশে ঘন মেঘ
যদি শীতল বৃষ্টি না ঝড়ায়
তাহলে সে শুধু মেঘ নয়-
গাত্রদাহ।
– জামাল উদ্দিন আহমাদ