পাথরে-পাথরে আগুন জ্বলে
দু’টি পাখি প্রাণে-প্রাণে কথা বলে
যেমনি কথা বলে চাঁদ সাগরের সাথে।
তেমনি তোমার আপন মহিমা
আমাকে ব্যাকুল করে তুলেছে
যা করেনি কোনো দিন কেউ।
তোমার বিচ্ছুরিত আলোক-প্রভায়
আমি নিজেকে দেখেছি –
কত সুন্দর তোমার-আমার এই পৃথিবী।
প্রকৃতির সাথে যদি সংস্কৃতির মিল থাকতো
তবে লোকশাসনের দুর্ভেদ্য দেয়াল ভেঙে
আমি তোমার বাগানে যেতাম।
তোমার কাছে উন্মুক্ত করতাম
হৃদয়ের গহীন দার
তুমি দেখতে তথায় –
তোমার জন্যে কত অলংকার।
– জামাল উদ্দিন আহমাদ